ডেট লাইন কলকাতা: করোনা যতই আমাদের স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটাক না কেন, রাজনীতিকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে নি। তাই লক ডাউন চলাকালীনই সামনের বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক রদ বদলের মাধ্যমে ভোট লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল শাসক দল তৃণমূল। এতদিন ধরে চলা জেলা পর্যবেক্ষকের পদ তুলে দিয়ে জেলা সভাপতি সহ একটি করে সমন্বয় কমিটি গড়া হল। এই টিম জেলা দেখবে। এছাড়া সাত জনের একটি স্টিয়ারিং কমিটি গড়া হয়েছে। এখানে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি,ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জি, সুব্রত বক্সি, শান্তা ছেত্রি ও শুভেন্দু অধিকারী। এছাড়া ২১ জনের রাজ্য কমিটি গড়া হয়েছে। সদ্য জেল থেকে মুক্তি পাওয়া নকশাল ছাপ মার্কা ছত্রধর মাহাত ও সিপিএম থেকে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই কমিটিতে রেখে চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কোচবিহার সহ বেশ কিছু জেলায় দলের সভাপতি বদল করা হয়েছে। তবে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আছেন জিতেন্দ্র তেওয়ারী। চেয়ারম্যান করা হয়েছে মন্ত্রী মলয় ঘটককে। জেলা যুব সভাপতি করা হয়েছে অন্ডালের রূপেশ যাদবকে। এছাড়া আসানসোল ও দুর্গাপুরের কো অর্ডিনেটর করা হয়েছে যথা ক্রমে রাম সিং ও বিশ্বনাথ পারিওয়াল কে। একদিকে শাসক দল যখন সংগঠন ঢেলে সাজাতে ব্যস্ত তখন প্রধান বিরোধী দল বিজেপি ও বসে নেই। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় দিল্লিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলায় বিজেপির আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর নির্দেশ দিয়েছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতারা। এমনকি জমি দখলের লড়াইকে যতো দূর তীব্র করা যায় সেটাই করার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...