ডেটলাইন দুর্গাপুরঃ পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার এই ইস্যুকে সামনে রেখে শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে এক অবস্থান বিক্ষোভে দলের বিভিন্ন নেতা নেত্রী,কাউন্সিলার,মেয়র পরিষদ সদস্যরা উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতিগুলির তীব্র প্রতিবাদ জানান। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই সভায় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ জানান বক্তারা। দলের ২ নম্বর ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস জানান, কেন্দ্রের বিজেপি সরকার গরীব মানুষদের কথা না ভেবে ক্রমাগত সবকিছুরই লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে। আমরা এই সর্বনাশা নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবেই আন্দোলন চালিয়ে যাব।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...