ইস্টবেঙ্গলের চুক্তি-সমস্যা মেটালেন মুখ্যমন্ত্রী

0
441

ডেটলাইন কলকাতাঃ অবশেষে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের মধ্যে চুক্তি নিয়ে জটিলতার অবসান হল। গত বছর আইএসএলে যাতে মোহনবাগানের পাশাপাশি বাংলার আরও এক জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলও খেলতে পারে তার জন্য শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের স্পনসর হিসেবে জোগাড় করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, একবছর যেতে না যেতেই সেই স্পনসরের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের নানা জটিলতা তৈরী হয় এবং শেষ পর্যন্ত দিন কয়েক আগেই লাল–হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায় শ্রী সিমেন্ট। চিঠিও পৌঁছে যায় ক্লাবে। এমনকি নবান্নেও চিঠি পাঠায় লগ্নিকারী সংস্থাটি। শ্রী সিমেন্টের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই তিনি নিজেই দুই পক্ষের সঙ্গে কথা বলার জন্য উদ্যোগী হয়েছিলেন। সেই মোতাবেক বুধবার নবান্নে লগ্নিকারী সংস্থা এবং লাল–হলুদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।সেখানেই চুক্তি সংক্রান্ত জট নিয়ে আলোচনায় দু’পক্ষের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়। এরপর মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘরে জানান, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যাবতীয় সমস্যা মিটে গেছে। আগামী আইএসএলে খেলতে আর কোনও সমস্যা নেই ইস্টবেঙ্গলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here