‘দিদিকে বলো’র মতোই বরো চেয়ারম্যানকে সরাসরি ফোন করার সুযোগ

0
998

ডেটলাইন দুর্গাপুরঃ এক মাসের বেশি সময় হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষদের নানা সমস্যা ও অভিযোগ জানার জন্য ‘দিদিকে বলো’ অ্যাপস চালু করেছেন। তাতে ভালোই সারা পাওয়া যাচ্ছে।

এবার সেই আদলেই দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীও আজ সগরভাঙা জোনাল সেন্টার থেকে ‘সরাসরি বরো চেয়ারম্যান’ কর্মসূচীর সূচনা করলেন। এই পরিষেবার মাধ্যমে ৪ নং বরোর অধীন পুরসভার ১০টি ওয়ার্ডের নাগরিকরা তাদের এলাকার যে কোন সমস্যা বা সুবিধা অসুবিধা সরাসরি ৮০০১০৮০০৯০ এই নম্বরে ফোন করে বরো চেয়ারম্যানকে জানাতে পারবেন।

যে ১০টি ওয়ার্ডের নাগরিকরা এই পরিষেবা পাবেন সেগুলি হল- ২৮,২৯,৩০,৩১,৩৮,৩৯,৪০,৪১,৪২ এবং ৪৩ নং ওয়ার্ড। ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী জানান, জল থেকে রাস্তার আলো বা জঞ্জাল সাফাই যাই হোক না কেন পরিষেবার ক্ষেত্রে যে কোন সমস্যার কথা প্রতি মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই ফোনে সরাসরি জানাতে পারবেন নাগরিকরা। তিনি বলেন,অভিযোগ জানার সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। প্রসঙ্গত,রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গত ২৩ আগস্ট দুর্গাপুরে এসে কাউন্সিলারদের নিয়ে এক বৈঠক করেন। সেখানেই তিনি বরো চেয়ারম্যানদের এই কর্মসূচী শুরু করার নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here