ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে আছে ভারত। এই অবস্থায় গতকাল থেকে সিডনিতে শুরু হয়েছে চতুর্থ তথা শেষ টেস্ট। প্রথম দিন ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৩। বিরাট ২৩ রানে আউট হলেও চেতেশ্বর পুজারা ১৩০ রানে এবং হনুমা বিহারী ৩৯ রানে অপরাজিত ছিলে। আজ টেস্টের দ্বিতীয় দিনে পুজারা মাত্র সাত রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন। শেষ পর্যন্ত চেতেশ্বর পূজারা করেন ১৯৩। অন্যদিকে ঋষভ পন্থের অপরাজিত ১৫৯ ও রবীন্দ্র জাডেজার ৮১ রানের ফলে ভারতের রান সাত উইকেটে ৬২২ উঠতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট। উল্লেখ্য, সাত নম্বরে নেমে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। এর আগে কোনও ভারতীয় উইকেটকিপার অস্ট্রেলিয়ায় টেস্টে সেঞ্চুরি করেননি। এক্ষেত্রে তিনি রেকর্ড করলেন। সব মিলিয়ে এখন সিডনিতে প্রবল চাপের মুখে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ১০ ওভার খেলে বিনা উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ২৪। অপরাজিত আছেন দুই ওপেনার মার্কাস হ্যারিস (১৯) ও উসমান খাওয়াজা (৫)। এখন যা পরিস্থিতি তাতে বাকি তিন দিন ধরে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যেতে হবে অজিদের। ৫৯৮ রানে পিছিয়ে থেকে তাদের ফলো-অন বাঁচাতে গেলেও চারশোর বেশি রান তুলতে হবে। ফলে ২-১ এগিয়ে থাকা ভারত এখন অনেকটাই চাপমুক্তভাবে খেলতে পারবে।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














