ডেট লাইন কলকাতা: রাজ্যের সব মানুষকেই সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে আনা হচ্ছে। ভোটের আগে বড় ধরনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ১ ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। তারপরই পরিবারের অভিভাবক হিসেবে মহিলাদের স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই কার্ডেই পরিবারের সদস্যদের নাম থাকবে। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা পরিসেবা মিলবে। বেসরকারি হাসপাতালেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি। এই প্রকল্পের জন্যে দু হাজার কোটি টাকা খরচ করা হবে এবং সাড়ে সাত কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে পরিবারের মহিলার নামে এই কার্ড দেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, জিএস টি বাবদ সাড়ে আট কোটি টাকা রাজ্যকে দেয় নি কেন্দ্র। এছাড়াও আমফানের প্রাপ্য টাকাও কেন্দ্র এখনও দেয় নি। এদিন মাঝের হাট ব্রিজে বি জে পির বিক্ষোভকে তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রেলের অসহযোগিতার জন্যই মাঝের হাট ব্রিজ চালু করা যায় নি। এখনও রেলের অনুমোদন আসেনি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।