ডেট লাইন দুর্গাপুর: নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই টানা লক ডাউনের দুঃসহ দিনগুলিতে এলাকার কর্মহীন অসহায় গরীব মানুষ গুলির পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা স্বপ্ন উড়ান। লক ডাউন শুরু হতেই কাজ হারানো দিন মজুর পরিবারগুলির পাশে থেকে তাদের খাদ্য সামগ্রী সহ নানাভাবে তারা সহযোগিতা করেছে। এরপর সাগর ভাঙায় অভিনন্দন লজ থেকে তারা এলাকার গরীব মানুষদের জন্য কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার সরবরাহ শুরু করে। এদিন লক ডাউনের ৪৭ তম দিন পর্যন্ত এই সংস্থা মোট ৬৬ হাজার ৩০০ দুস্থ মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিয়েছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে সাগর ভাঙার অভিনন্দন লজে কমিউনিটি কিচেনের কেন্দ্র স্থল থেকে বের হয়ে সারা দুর্গাপুরের ওয়ার্ডে ওয়ার্ডে এই কিচেনের রান্না করা খাবার দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দেবে। এছাড়াও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের কাছে তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে বলে জানান ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি। এই প্রতিকূল অবস্থায় শিল্পীদের জন্যও কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সাধারণ মানুষ যাতে বাড়ি বসেই চিকিৎসার সুযোগ পান তার জন্য ফেসবুক লাইভ অনুষ্ঠানে বিশেষ কিছু ডাক্তারকে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এক সাক্ষাৎ কারে চন্দ্রশেখর বাবু এবিষয়ে জানান।
Home আসানসোল-দুর্গাপুর এবার দুর্গাপুরের ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি কিচেনের রান্না করা খাবার পৌঁছে দেবে স্বপ্ন...