‘শুভকামনা’র সংবর্ধনা ‘শিক্ষারত্ন’ কলিমুল হক-কে

0
1585

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক এবার পশ্চিম বর্ধমান জেলা থেকে একমাত্র শিক্ষক হিসেবে রাজ্য সরকারের ‘শিক্ষা রত্ন’ সম্মান পেয়েছেন। ৫ সেপ্টেম্বর কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে শিক্ষকতার এই শ্রেষ্ঠ সন্মান তাঁর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সম্মান প্রাপ্তীতে গর্বিত হয়েছেন দুর্গাপুরের শিক্ষকসমাজ ও দুর্গাপুরবাসীও। এদিন তাঁর স্কুলে গিয়ে তাঁকে পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশন-এর সদস্যরা। কলিমুল হকের এই সম্মানে তারা গর্বিত বলে জানান শুভকামনার সদস্যরা।

শিক্ষার্তন সম্মানে ভূষিত এই প্রধান শিক্ষক জানান, রাজ্য সরকারের এই বিশেষ সম্মান পেয়ে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেছে। স্কুলের উন্নয়নে আরও কিছু কাজ তিনি করতে চান। এছাড়াও তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সামাজিক শিক্ষারও গুরুত্ব আছে। তাই ছোটো ছোটো কাজের মাধ্যমেই লক্ষ্যে এগোতে হবে। উল্লেখ্য, ১৯৯৯ সালে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। এরপর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন। ২০১০ সালের ২৩ মার্চ তিনি দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন। তারপর থেকেই এই স্কুলের পরিকাঠামো উন্নয়নে তিনি উদ্যোগী হন। স্কুলের পড়াশোনার মান উন্নতির সঙ্গে স্কুলের পরিবেশ উন্নয়নেও জোর দেন তিনি। স্মার্ট ক্লাশরুম এবং স্কুলে পাখিরালয় নির্মাণ করে তিনি নেপালিপাড়া হিন্দি হাই স্কুলকে এক অন্য উচ্চতায় তুলে এনেছেন। এসব কাজের জন্যই তাঁকে এবার শিক্ষারত্ন সম্মানের জন্য সরকারের শিক্ষা বিভাগ নির্বাচিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here