ডেটলাইন দুর্গাপুরঃ বাবা অনেক কষ্ট করে ৮ হাজার টাকা দামের একটি মোবাইল কিনে দিয়েছিল তাকে। কিন্তু সে সেই মোবাইলটি রাখতে পারল না। আর সেই শোকেই শেষ পর্যন্ত আত্মহত্যা করল দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস,অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী নিবেদিতা বারুই(১৮)। শোকাবহ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে। জানা গেছে, মৃতের বাবা বিপুল বারুই পেশায় ছোট ব্যবসায়ী। মোবাইল কিনে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই তার কাছে আবদার করছিল মেয়ে। বাবা বলেছিলেন একটু অপেক্ষা করতে,হাতে টাকা এলেই কিনে দেবেন। এরপর ৮-৯ দিন আগে ৮০০০ টাকা দিয়ে মেয়েকে একটি মোবাইল কিনে দেন বিপুলবাবু। গত শনিবার জানালার পাশে মোবাইল চার্জ দেওয়ার সময় তা চুরি হয়ে গেলে মনমরা হয়ে পড়ে নিবেদিতা। বিপুলবাবু জানান,আত্মীয়ের বিয়ে উপলক্ষে তারা ফারাক্কা গিয়েছিলেন। বাড়ীতে নিবেদিতার ভাই ও দিদা ছিল।গতকাল বিকেল থেকেই ঘরের দরজা দীর্ঘক্ষন বন্ধ থাকায় সন্দেহ হয় ভাই বাপি বারুইয়ের। পেছনের জানলা দিয়ে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় বোনের দেহ দেখতে পায় সে । এরপর প্রতিবেশীদের ডেকে ঘরের টালির চাল সরিয়ে দেহ নামিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করে। মৃতের কাছে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে সে লিখেছে,‘ফোনটা আমার কাছে অনেক মূল্যবান ছিল। বাবা অনেক কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল। ওটা ছিল আমার জীবন। সেটা রাখতে পারলাম না,তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’। এই ঘটনায় বারুই পরিবারের সঙ্গেই প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...