এটিএম হ্যাকিং রুখতে তৎপরতা প্রশাসনের

0
703
Man using a ATM

ডেটলাইন কলকাতাঃ শুধু কলকাতাই নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেই রক্ষী বিহীন এটিএমের সংখ্যা কম নয়। আর নিরাপত্তাহীন এই এটিএমগুলিকেই টার্গেট করে জালিয়াতি করছে দুষ্কৃতীরা। তাই এবার প্রতিটি এটিএমেই যাতে রক্ষীর ব্যবস্থা করা যায় সে ব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে চায় রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে এদিন এপ্রসঙ্গে বলেছেন, কোনভাবেই এটিএমের নিরাপত্তার সঙ্গে আপোস করা ঠিক নয়। কোনও এটিএম রক্ষীবিহীন না রাখাই উচিৎ। কারণ এটিএমে রক্ষী না থাকার সুযোগেই তথ্য চুরি করতে পেরেছে দুষ্কৃতীরা। রক্ষী নিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি পুলিশের সাহায্যও নিতে পারে বলেও তিনি জানান। জানা গেছে,এবিষয়ে সোমবার ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে ক্রেতা সুরক্ষা দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here