ফুলে ফুলে ধাক্কায় ভেঙে গেল সংসার

0
516

ডেটলাইন বাঁকুড়াঃ শুধু দলবদল বা দলে ভাঙনই নয়। রাজনীতি করতে গিয়ে সংসারেও ভাঙন ধরল। হ্যাঁ, এমনই ঘটনা ঘটে গেল বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পরিবারে। ২০১৯ সালে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন সৌমিত্র। তাঁর সঙ্গে সর্বদা ছিলেন স্ত্রী সুজাতা। তৃণমূল ছাড়ার পর একাধিক মামলার জেরে আইনি জটিলতায় লোতসভা নির্বাচনের সময় নিজের কেন্দ্র বিষ্ণুপুরে ভোট প্রচার করতে পারেননি তিনি। সেক্ষেত্রে স্ত্রী সুজাতাদেবী প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একাই সৌমিত্রবাবুর হয়ে প্রচার করেছিলেন এবং স্বামী জয়লাভ করায় তিনি শিরোনামে উঠে আসেন। কিন্তু এবার সেই সুজাতাদেবী স্বামীর মতামতকে গুরুত্ব না দিয়ে সরাসরি তৃণমূলে যোগ দিলেন। আর তাতেই মানসিকভাবে ভেঙে পরা সৌমিত্রবাবু সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর কথা ঘোষনা করেছেন। দুজনেই এদিন আগে পড়ে সাংবাদিক বৈঠক করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ঘাসফুল আর পদ্মফুলের দ্বন্দ্বে এভাবে একটা সংসার ভাঙার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here