পিঠের বোঝা কমছে শিশু পড়ুয়াদের

0
966

ডেটলাইন নয়াদিল্লিঃ প্রাথমিক স্কুলের ছেলেমেয়েদের পিঠে ঢাউসমার্কা স্কুলব্যাগ বহন নিয়ে অনেক তর্কবিতর্ক হয়েছে। শিশুদের স্বাস্থ্যহানির বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এনিয়ে সরকারীভাবেও কয়েকদফা আলোচনা হয়েছে। কিন্তু কিছুতেই কোন কাজ হয়নি। অবশেষে শিশু পড়ুয়াদের পিঠে ব্যাগের বোঝা কমাতে এবার সরাসরি নির্দেশিকা জারি করল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এমনকি,ক্লাস পিছু ব্যাগের ওজন কত হবে সেটাও বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দিয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের কোন হোমওয়ার্কও দেওয়া যাবে না। কোন ক্লাসে কোন বিষয় কীভাবে পড়ানো হবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ক্লাস ভিত্তিতে ব্যাগের যে ওজন হওয়া প্রয়োজন সেই নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেও মন্ত্রক। সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর স্কুল ব্যাগ ১.৫ কেজির বেশি হবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে ২ থেকে ৩ কেজি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে সর্বাধিক ৪ কেজি, অষ্টম ও নবম শ্রেণীর জন্য ৪.৫ কেজি এবং দশম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কেজি নির্ধারিত করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। এছাড়া ক্লাসের বইয়ের বাইরে অন্য কোনও অতিরিক্ত বই এবং পড়াশোনার জিনিসপত্র ছাত্রদের আনতে বলা যাবে না যাতে তাদের ব্যাগের ওজন বেড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here