বাজল স্কুলের ঘন্টা,ফুল পাপড়ি দিয়ে স্বাগত ছাত্রছাত্রীদের

0
703

ডেটলাইন দুর্গাপুরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান।আবার শোনা গেল সেই পরিচিত ঘন্টার আওয়াজ। ছাত্রছাত্রীদের কোলাহল।অবশেষে মঙ্গলবার থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল কলেজ। সরকারি নির্দেশিকা মেনে এদিন থেকেই চালু হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হল।স্কুলে ঢোকার আগে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোভিড বিষয়ে সচেতন করলেন ছাত্রছাত্রীদের। গেটের কাছে থার্মাল গানে শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও করা ছিল। মুখে মাক্স, হাতে স্যানিটাইজার নিয়ে হাসিমুখে স্কুলে ঢুকতে দেখা গেল ছাত্র ছাত্রীদের। অনেক স্কুলেই দেখা গেল স্কুলে প্রবেশের মুখে ছাত্রছাত্রীদের গোলাপ ও পাপড়ি দিয়ে স্বাগত জানানো হয়। দুর্গাপুরের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে দেখা গেল এক অভিনব দৃশ্য। প্রধান শিক্ষক ড.কলিমুল হক এবং অন্যান্য শিক্ষকশিক্ষিকার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেটে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করে তাদের স্বাগত জানান। প্রধান শিক্ষক কলিমুল হক জানান, তাদের স্কুলে ৫০ শতাংশ ছাত্রছাত্রীদের আসতে বলা হয়েছিল এবং সরকারের সব রকম বিধি নিষেধ মেনেই ক্লাশ করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্যই স্কুল খোলার দরকার ছিল। দুর্গাপুরের অন্যান্য স্কুলেও এদিন যথারীতি কোভিড বিধি মেনে স্কুলে প্রবেশ করেছে পড়ুয়া ও শিক্ষকরা। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অভিভাবকেরাও। তাই প্রায় সব স্কুল চত্বরেই দেখা গেল কোলাহলের চেনা ছবি। তবে প্রথমদিন কমবেশি প্রতিটি স্কুলে উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। শিক্ষক শিক্ষিকারা জানান, স্বাভাবিক ছন্দে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here