ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ হ্যাঁ, মার্কিন ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন সৌরভ। তবে এই সৌরভ বাংলার নন। আর তিনি তো অবসর নিয়েছেন। এই সৌরভ হলেন- মুম্বইয়ের সৌরভ নেত্রাভলকর। এক ভারতীয় ইঞ্জিনিয়ার। ছোট থেকেই ক্রিকেট অন্ত প্রান। আর পাঁচজন ক্রিকেটারের মতো তারও জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। তার জন্য পড়াশোনার সঙ্গেই চলছিল ক্রিকেট চর্চাও। ২০১০ এ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন। এছাড়াও রঞ্জি ট্রফির মতো প্রতিযোগিতেও সুযোগ পেয়েছেন। কিন্তু সবকিছু যেন ঠিকঠাক হচ্ছিল না। ভারতের মতো দেশে যেখানে অসংখ্য ক্রিকেট প্রতিভা রয়েছে সেখানে ৬ ফুট দীর্ঘ ২৭ বছরের ফাস্ট বোলার সৌরভ শেষ পর্যন্ত জাতীয় দলে সুযোগ পাবে কিনা তা ভেবে হতাশ হয়ে অবশেষে ক্রিকেট ছাড়ারই সিদ্ধান্ত নেন। ঠিক করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হবেন তিনি। সেই ভাবনা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি। সেখানে সর্দার প্যাটেল ইউনিভার্সিটি অব টেকনলজি থেকে স্নাতক হয়েছেন। পরে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কিন্তু ক্রিকেটও চলতে থাকে সেখানে। সেই সৌরভের হাতেই জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব তুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সৌরভ ভাবতেই পারছে না দেশে ক্রিকেট ছেড়ে আমেরিকায় পড়াশোনা করতে এসে সেখানেই তিনি ক্রিকেটের জন্য এতো বড় সম্মান পাবেন। অবশ্য এক্ষেত্রে সৌরভই প্রথম ভারতীয় নন। তার আগে মহারাষ্ট্রের সুনীল নাদকার্নি এবং হায়দরাবাদের ইব্রাহিম খলিলও মার্কিন ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন।
Latest article
মুচিপাড়া ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা কর্মসূচি দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ...
সচেতনতার বার্তায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন কোক ওভেন থানার
দুর্গাপুরঃ এক পদযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। প্রতি বছর...
৯ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের সমর্থনে সিটু ও ইনটাকের বিক্ষোভ দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুর,২৩ জুনঃ কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ সহ শ্রমিকদের স্বার্থে মোট ১৭ দফা দাবিতে আগামী ৯ জুলাই দেশ...