সত্যনারায়ণ পুজো ঘিরে উন্মাদনা নেপালীপাড়ায়

0
834

ডেটলাইন দুর্গাপুরঃ হিন্দু বাঙালিদের মধ্যে এক অন্যতম জনপ্রিয় পুজো হল সত্যনারায়ণের পুজো৷ এই পুজোর সঙ্গে বাঙালি অঙ্গাঙ্গীভাবে জড়িত। একবারও সত্যনারাযণ পুজো হয়নি এরকম হিন্দু বাঙালী পরিবার খুব কমই দেখা যায়। বাড়িতে কোন শুভ কাজের আগে বা পরে সত্যনারাযণ পুজো বা নতুন বাড়িতে প্রবেশের আগে এই পুজো করা হয়ে থাকে। যেকোনাে শুভ কাজেই নারায়ণ দেবতার আশীর্বাদ চাওয়া হয়। এরকমই এক জনপ্রিয় সত্যনারাযণ পুজো দীর্ঘকাল ধরে হয়ে আসছে দুর্গাপুরের নেপালী পাড়ায়। এলাকার মঙ্গল কামনা ও শান্তির আশায় বিগত ৩৫ বছর ধরে এই পুজো হয়ে আসছে। মূলত নেপালী সম্প্রদায়ের মানুষরাই এই পুজোর উদ্যোক্তা হলেও বর্তমানে এই পুজো এলাকায় এক উৎসবের মেজাজ এনে দেয়। পাড়ার সবার মধ্যে এই পুজো একটা একাত্মবােধের সঞ্চার করে। পুজো ঘিরে তাই এলাকায় দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনাও। থাকে সাংস্কৃতিক কর্মসূচীও। এবার এই পুজো ৩৬ বছরে পদার্পণ করল। স্বাভাবিক ভাবেই এই পুজো নেপালী পাড়া অঞ্চলে এক ঐতিহ্যের ধারা বহন করে চলেছে। পূজোর সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, ৪ নং বরাে চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী , ৩১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা বর্ণালী দাস ও ৩১ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজকর্মী নয়ন মালাকার প্রমূখ বিশিষ্ট ব্যক্তিত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here