ডেটলাইন বোলপুরঃ দুই দেশের দুই প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী ও বাংলাদেশের শেখ হাসিনা। আর তাদের সঙ্গেই একমঞ্চে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমাট নিরাপত্তা এবং প্রবল কৌতুহলের মধ্যেই শুক্রবার বেলা সাড়ে ১০টায় রবিঠাকুরের পবিত্রভূমি স্পর্শ করলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার একটু আগেই শান্তিনিকেতনে উপস্থিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য বিনিময় হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। উত্তরীয় পরিয়ে তাঁদের স্বাগত জানান বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন। আর সেইসঙ্গে দীর্ঘ ৫ বছর পর বিশ্বভারতীর এই সমাবর্তন অনুষ্ঠান পেয়ে গেল এক ঐতিহাসিক মুহূর্ত। এমনিতেও বিগত ৪২ বছর ধরে সমাবর্তন উৎসবে আসেননি রাজ্যের কোন মুখ্যমন্ত্রী। শেষবার এসেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। এরপর জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেও তারা সমাবর্তনে আসেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি দীর্ঘকাল পর এক নজির গড়ল বিশ্বভারতীতে। এদিন রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও উপস্থিত ছিলেন। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে মোদি বলেন, গুরুদেবের বিশ্বভারতী আমার কাছে মন্দিরের মতো। কবিগুরুর শান্তিনিকেতনে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। তাই আজকের এই শুভদিনে সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। তিনি আরও বলেন,বিশ্বভারতীতে আমি আজ অতিথি হিসেবে আসিনি। আমি এসেছি আচার্য হিসেবে। আচার্য হিসেবে আমার ভূমিকা পালন করতে চাই।