ডেটলাইন দুর্গাপুরঃ বাড়ি তৈরী করে দেবে পুলওয়ামায় জঙ্গি হামলার পর শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি তাদের পরিবারের পাশে নানাভাবেই দাঁড়িয়েছে বহু ব্যক্তি ও সংস্থাও। যেমন রিয়েল এস্টেট সংস্থার সংগঠন CREDAI শহীদদের পরিবারকে 2 BHK ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করেছে। তাদের তরফে জানানো হয়েছে, শহীদদের পরিবারকে তাদের নিজের রাজ্যে বা শহরে 2 BHK ফ্ল্যাট দেওয়া হবে। এবার সেই একই সিদ্ধান্ত নিয়েছে শিল্পাঞ্চলের একটি আবাসন নির্মাণ সংস্থা আনন্দ গ্রুপস অফ কোম্পানি। তারা পুলওয়ামার শহীদ নদীয়ার তেহট্টের হাসপুকুরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ বিশ্বাসের পরিবারের নির্মিয়মান বাড়িটি সম্পুর্ণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। দুর্গাপুরের অম্বুজায় এই কোম্পানির দফতরে এদিন সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার চিফ জেনারেল ম্যানেজার ইন্দ্রজিৎ দে। তিনি জানিয়েছেন,পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর সংবাদমাধ্যমে শহীদ জওয়ানদের বিভিন্ন খবর প্রকাশিত হয়। এরকমই এক খবরে তাদের সংস্থার ডিরেক্টর জানতে পারেন যে, নদীয়ার জওয়ান সন্দীপ বিশ্বাস ঐ হামলার কয়েক ঘন্টা আগেই তার বোনের সঙ্গে ফোনে কথা বলার সময় জানিয়েছিল তাদের বাড়ি তৈরী করা নিয়ে তার বাবা যেন একেবারেই দুঃশ্চিন্তা না করে। সে ফিরে এসে বাড়ির কাজ সম্পুর্ণ করে দেবে। একই সঙ্গে সে তার বিবাহিত বোনকে তার জন্য এবার পাত্রী খুঁজতেও বলেছিল। ইন্দ্রজিৎবাবু জানান,তাদের ডিরেক্টর একথা জানার পরই তাদের কয়েকজন সদস্য নদীয়ায় সন্দীপের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তারা সন্দীপের বাবা মাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সন্দীপের স্বপ্ন তারা ভাঙতে দেবেন না। তাই বাড়ির অসম্পুর্ণ কাজ তাদের সংস্থাই করে দেবে। খুব শিঘ্রই তারা এই কাজে হাত দেবেন বলে জানিয়েছেন ইন্দ্রজিৎবাবু।