ডেটলাইন কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক ট্যুইটবার্তায় জানিয়েছেন,রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী নেওয়ার পর থেকে সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। এদিন সকালে মুখ্যমন্ত্রী ট্যুইটে বলেছেন,আজ থেকে শুরু হচ্ছে ৪৮ তম জাতীয় পথ সুরক্ষা সপ্তাহ। আমাদের সেফ ড্রাইভ সেভ লাইভ ক্যাম্পেন পশ্চিমবঙ্গে সফল। এই ক্যাম্পেনের মাধ্যমে কলকাতায় পথ দুর্ঘটনার পরিমাণ ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১২ শতাংশ কমেছে। আর রাজ্যের অন্যান্য এলাকায় পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে ১৪ শতাংশ। প্রসঙ্গত, সাধারন মানুষের মধ্যে পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনটি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩ হাজার ৫৮০টি। গত বছর সংখ্যা ছিল ৬ হাজার ৫৪৪। উল্লেখ্য,জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে প্রতি বছর সাধারন মানুষের মধ্যে পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে জাতীয় সুরক্ষা দিবস তথা সপ্তাহ পালন করা হয়। সারা সপ্তাহ ধরে পথ সুরক্ষা নিয়ে নানা কর্মসূচী পালন চলে।