ছক্কা মেরে দ্বি শতরান রোহিতের

0
874

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্টে ছক্কা মেরে কেউ শতরান বা দ্বিশতরান করছেন,এমনটা খুবই বিরল। কিন্তু যার নাম রোহিত শর্মা তার কাছে বোধহয় এটা খুবই সহজ। আর সফররত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে সেটাই করলেন ইন্ডিয়া টিমের হিটম্যান। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসেই দ্বিশতরান করলেন তিনি। এটাই তাঁর কেরিয়ারের প্রথম দ্বিশতরান। গতকালই কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন রোহিত। এদিন খেলতে নেমেই  বিধ্বংসী মেজাজে তাকে দেখা যায়। দিনের প্রথম সেশনেই তিনি দেড়শোর গণ্ডি পেরিয়ে যান। মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় রোহিতের রান ছিল ১৯৯। মধ্যাহ্ন ভোজনের পর দ্বিতীয় ওভারেই অসাধারণ একটি পুল শটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত রোহিত আউট হন ২১২ রানে। এর আগে রোহিতের কেরিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৭৭। ওপেনার হিসেবে এই নিয়ে চার ইনিংসে তৃতীয় শতরান রোহিতের। রোহিতের পাশাপাশি এদিন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন অজিঙ্কে রাহানেও নিজের টেস্ট কেরিয়ারের একাদশতম শতরানটি করে ফেলেন। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তৃতীয় শতরান। তিনি আউট হন ১১৫ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here