ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্টে ছক্কা মেরে কেউ শতরান বা দ্বিশতরান করছেন,এমনটা খুবই বিরল। কিন্তু যার নাম রোহিত শর্মা তার কাছে বোধহয় এটা খুবই সহজ। আর সফররত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে সেটাই করলেন ইন্ডিয়া টিমের হিটম্যান। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসেই দ্বিশতরান করলেন তিনি। এটাই তাঁর কেরিয়ারের প্রথম দ্বিশতরান। গতকালই কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন রোহিত। এদিন খেলতে নেমেই বিধ্বংসী মেজাজে তাকে দেখা যায়। দিনের প্রথম সেশনেই তিনি দেড়শোর গণ্ডি পেরিয়ে যান। মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় রোহিতের রান ছিল ১৯৯। মধ্যাহ্ন ভোজনের পর দ্বিতীয় ওভারেই অসাধারণ একটি পুল শটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত রোহিত আউট হন ২১২ রানে। এর আগে রোহিতের কেরিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৭৭। ওপেনার হিসেবে এই নিয়ে চার ইনিংসে তৃতীয় শতরান রোহিতের। রোহিতের পাশাপাশি এদিন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন অজিঙ্কে রাহানেও নিজের টেস্ট কেরিয়ারের একাদশতম শতরানটি করে ফেলেন। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর তৃতীয় শতরান। তিনি আউট হন ১১৫ রানে।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














