প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহরের গুরুত্বপূর্ন এলাকায় কড়া নজরদারি দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশের

0
409

ডেটলাইন দুর্গাপুর: ভারত ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল। কিন্তু ১৯৫০ সালের ২৬ জানুয়ারি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম এক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে ভারত। ১৫ অগাস্টকে স্বাধীনতা দিবস পালন করা হয় কারণ, এই দিনে ভারত ব্রিটিশশাসন থেকে মুক্তি পেয়েছিল। আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কারণ, সংবিধানের সহযোগিতায় একটি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এ দেশ। স্বাভাবিকভাবেই ভারতবাসীর কাছে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ন। কেন্দ্রীয় সরকার ও প্রতিটি রাজ্য সরকার এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার ব্যবস্থা করে থাকে। প্রশাসনের পক্ষেও তাই সর্বত্র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবসের জন্য আগে থেকেই শহরের বিভিন্ন ব্যস্ত ও গুরত্বপূর্ন এলাকায় নজরদারি করা হয়। এই উপলক্ষ্যে দেশের সর্বত্র একদিকে যেমন নানা অনুষ্ঠানের আয়োজন নিয়ে চলছে প্রস্তুতি তেমনই অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যেকোনো ধরণের নাশকতা রুখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অন্যান্য জায়গার সঙ্গে দুর্গাপুরে বিভিন্ন গুরত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তল্লাশি চালাল কোক ওভেন থানার পুলিশ । এই অভিযানে সামিল হয় দুর্গাপুর জি আর পি এবং আর পি এফ। দুর্গাপুর বাসস্ট্যাণ্ড, রেল স্টেশন,বাজার এলাকা সহ জনবহুল সব এলাকায় এই তল্লাশি চলে। সঙ্গে স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হয় বেশ কিছু এলাকায়। কোক ওভেন থানার ওসি সঞ্জীব দে জানান, প্রজাতন্ত্র দিবস যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য এই অভিযানের পাশাপাশি সর্বত্র কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here