প্রজাতন্ত্র দিবসে এবার যা প্রথম দেখা গেল

0
1297

ডেটলাইন দিল্লিঃ দেশজুড়ে মহা ধূমধামের সঙ্গেই পালিত হল ৭০ তম প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজে এবারই বেশ কয়েকটি জিনিস প্রথম দেখা গেল। যেমন, স্বাধীনতার ৭০ বছর পর

এই প্রথম নেতাজী সুভাষচন্দ্র বোসের হাতে তৈরী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (আইএনএ) সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করলেন। রেলের তরফে ট্রেন ১৮-র নতুন মডেলকে কুচকাওয়াজে তুলে ধরা হল। যা ঘণ্টায় ১৮০ কিলোমিটার স্পিডে যেতে পারে। আমেরিকা থেকে আনা হাউইৎজার  এম ৭৭৭-কেও কুচকাওয়াজের অংশ হিসেবে দেখানো হয়। যা ভারতীয় সামরিক শক্তির এক উদাহরন। এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের নারীশক্তিকে বিশেষ গুরুত্ব ও সম্মান দেওয়া হল। পুরুষদের কনটিনজেন্টে নেতৃত্ব দিলেন লেফটেনন্ট ভাবনা কস্তুরী।

৭০ বছরে এই প্রথমবার মহিলা অসম রাইফেল কনটিনজেন্ট সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করল। দেশের সব থেকে পুরোনো প্যারামিলিটারি ফোর্সের প্যারেডে নেতৃত্ব দিলেন মেজর খুশবু কানওয়ার।

বিগত বছরগুলিতে প্রজাতন্ত্র দিবসের এক অন্যতম আকর্ষন থাকে মোটরবাইক স্টান্ট। কিন্তু সেটা প্রতি বছরই পুরুষ জওয়ানদেরই কেউ করে থাকেন। এবার তার ব্যতিক্রম ঘটল। প্রথমবারের জন্য চলন্ত মোটরবাইক স্টান্টে অংশ গ্রহণ করলেন মহিলা ক্যাপ্টেন শিখা সুরভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here