ডেটলাইন পূর্ব বর্ধমানঃ কিছুদিন আগেই দুর্গাপুরে প্রশাসনিক সভার পাশাপাশি বর্ধমানের কালনাতেও সরকারী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আদিবাসীদের সামাজিক উন্নয়নের উপর বিশেষ জোর দেন। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছিলেন,তারা যেন আদিবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আদিবাসীদের নিয়ে উংসবের কথাও বলেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনার কয়েকদিনের মধ্যেই আদিবাসীদের নিয়ে রাঙামাটি স্পোর্টসের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সপ্তাহব্যাপী এই রাঙামাটি স্পোর্টসে মোট পাঁচটি ইভেন্টকে রাখা হয়েছে। জেলার মোট ১৮ টি থানার পুরুষদের ৬৫০ টি ফুটবল দল অংশগ্রহন করেছে। এছাড়াও ১৮টি মহিলা ফুটবল দল, ৭২টি পুরুষ ভলিবল, ১৮ টি মহিলা ভলিবল এবং ১৫টি বাউল শিল্পীদের দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা থেকে সেরা দলকে বেছে নেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। সমগ্র জেলা জুড়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও নিবিড় করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখার্জী। বর্ধমান পুলিশ লাইন মাঠে আয়োজিত এই রাঙামাটি স্পোর্টস অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ।