ডেটলাইন দুর্গাপুরঃ করোনা ভাইরাসের গ্রাসে ২০২০ সাল মানুষের জীবনকে একেবারেই পাল্টে দিয়েছে। যার তীব্র প্রভাব পড়েছে আমাদের আর্থিক,সামাজিক সব ক্ষেত্রেই। কিন্তু, সেই চরম আতঙ্ক ও উদ্বেগও যে আমাদের সম্প্রীতির আন্তরিকতাকে আটকাতে পারেনি, তারই এক উদাহরন হয়ে উঠল দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা ‘শুভকামনা ফাউন্ডেশন’ আয়োজিত রাখী উৎসব পালনের উদ্যোগে। এদিন সকালে দুর্গাপুর স্টেশন এলাকার রায়ডাঙায় করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে রাখী উৎসবের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল স্থানীয় রায়ডাঙা কালচারাল অর্গানাইজেশন এর সদস্যরা। রাখী পরানোর সঙ্গেই সকলকে করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা দিতে একটি করে মাস্ক দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে সংস্থার সম্পাদক শেখ সাবির জানান, রায়ডাঙা এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শুধু একসঙ্গে থাকেই না, একের উৎসবে অন্য ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেন। আমাদের সংস্থার পক্ষে প্রতি বছরই এই রাখী উৎসব পালন করা হয়। তবে এবছর করোনার জন্য রাখীর সঙ্গে মাস্ক বিলি করার মাধ্যমে আমরা সবাইকে সুরক্ষিত থাকার বার্তা দিতে চেয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী এবং কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী। চন্দ্রশেখর ব্যানার্জী শুভকামনা ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন।
সেই ধারা এখানেও আজ দেখতে পেয়ে খুব ভালো লাগল। এদিন দুর্গাপুরের অন্যান্য জায়গাতেও স্বাস্থ্যবিধি মেনে রাখী উৎসব পালিত হয়।