ডেটলাইন দুর্গাপুরঃ বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৮৯০। ভারতেও প্রতিদিন বাড়ছে মৃ্ত্যু। এখনও পর্যন্ত সংখ্যাটা ৫৬৮ জন। কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও এই মারণ রোগে মারা গেছে ১২ জন। আক্রান্তের সংখ্যা তিনশোর বেশি। এই অবস্থায় প্রশাসন যখন মানুষকে নানাভাবে লক ডাউন বিধি মেনে চলার নির্দেশ দিয়ে চলেছে তখন দুর্গাপুরের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে মানুষ দিব্যি একাধিকবার থলে হাতে বা অনেকে খালি হাতেও বাজারে আসছে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এক মাত্র রাস্তা হিসেবে বাইরে বের না হয়ে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। তবু অনেক মানুষ রাস্তায় বের হচ্ছেন। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। এই অবস্থায় আজ দুর্গাপুরের ৪ নম্বর বরোর অধীন কয়েকটি বাজারে এক অভিনব কৌশলে সাধারন মানুষকে সচেতন করার প্রয়াস দেখা গেল। একজনকে করোনা এবং আর একজনকে যমরাজ সাজিয়ে এদিন সেন মার্কেট, সাধুডাঙা, দুর্গাপুর বাজার, মুচিপাড়া, বাঁকুড়া মোড় সহ বেশ কিছু জায়গায় ঘোরানো হয়। যারা মাস্ক পরেনি তাদের করোনা ধরতে যায় আর সঙ্গে সঙ্গে যমরাজ তার কাছে পৌঁছে যায়। এভাবেই মানুষকে সতর্ক করতে দেখা যায়। অনেকেই বিনা কারনে রাস্তায় বের হয়েছে তাদেরও সতর্ক করা হয়,বোঝানো হয়। দুর্গাপুর মহকুমা প্রশাসন, কোক ওভেন থানা, স্বপ্ন উড়ান নামে একটি সংস্থা ও ৪ নং বরো কমিটির উদ্যোগে এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়। বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী বলেন, সরকার থেকে অযথা রাস্তায় বের হতে মানা করা সত্বেও কিছু মানুষ তা মানছে না। তারা করোনার ভয়াবহতা সম্পর্কে কিছু বুঝতে চাইছে না। তিনি অভিযোগ করেন,অনেকেই দিনে ৫ বার বাজারে আসছে। এই সব মানুষদের সতর্ক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। তিনি দৃঢ়তার সঙ্গেই জানিয়েছেন, এরপরও মানুষ কথা না শুনলে তাদের পুলিশ গ্রেফতার করুক।