কুকুর নিধনকান্ডে প্রতিবাদ মিছিল

0
995

ডেটলাইন বর্ধমানঃ কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে ১৬টি কুকুর ছানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন মহল থেকেই চরম অমানবিক ঐ ঘটনার প্রতিবাদ চলছে। এদিন বর্ধমান শহরে দেখা গেল ঘটনার প্রতিবাদে মোমবাতি হাতে মৌন মিছিল। ‘ভয়েস ফর দ্যা ভয়েসলেস’ নামে একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার ডাকে  টাউন হল থেকে কার্জনগেট পর্যন্ত প্রতিবাদীরা এই মিছিলে পা মেলালেন।

মিছিলে বর্ধমান শহর ছাড়াও মেমারি, গুসকরা থেকেও বহু পশুপ্রেমী মানুষ যোগ দেন। মিছিল শেষে কার্জনগেটে মৃত পশুদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। মিছিলে ছিলেন বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কর্ণধার তৃপ্তি চক্রবর্তী, পশু চিকিৎসক অভিজিৎ মুখার্জী, সমাজসেবী শীর্ষেন্দু সাধু,রীনা দাঁ সহ অন্যান্যরা। পশুপ্রেমীরা ঐ ঘটনার সঙ্গে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here