ডেটলাইন কলকাতাঃ পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে এখন থেকে প্রতি বছর ১ সেপ্টেম্বরের ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার। আজ ভার্চুয়াল বৈঠকে পুলিশ দিবসের অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২৪ জন পুলিশকর্মীর করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৯৬৩ জন। তার পরেও আইনশৃঙ্খলার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে সামাজিক দায়িত্ব বজায় রাখে সামনে থেকে কাজ করে চলেছে পুলিশ। এমনকি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ ছাড়াও তারা রক্ত,প্লাজমাও দান করছে। মুখ্যমন্ত্রীর কথায়,আগে পুলিশের কাজ কম ছিল এখন তো অনেক কাজই করতে হচ্ছে। আমফানের সময় বিডিও, ডিএমদের সঙ্গে তারাও কাজ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করা হতো। এখন তো রাজ্য পুলিশও ভালো কাজ করছে। সবাই পুলিশকে যাতে সম্মান দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন গড়ে ওঠে সেই জন্যই পুলিশ দিবস পালিত হবে। নিচুতলার পুলিশকর্মীদের সুযোগ-সুবিধার দিকে নজর রাখতে ওয়েলফেয়ার বোর্ড তৈরির কথাও বলেন তিনি। কোভিড পরিস্থিতিতে কাজ করতে গিয়ে নিচুতলার পুলিশকর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ব্যারাকে গাদা গাদা লোককে থাকতে হয়। কলকাতা এবং রাজ্য পুলিশে নতুন ব্যারাক হওয়া উচিত। শারীরিক দূরত্ববিধি মেনেই তা তৈরি করতে হবে। বর্তমানে কোভিড পরিস্থিতিতে পুলিশকর্মীদের ওপর কাজের চাপ অনেকটাই বেড়েছে। তাই পুলিশ দিবসে তাদের সম্মান জানানোর কথা ভাবেন মুখ্যমন্ত্রী। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। কেবল পুলিশকর্মী নয় বেশ কিছু নীচুতলার কর্মীদের জন্যও বেতন ও ছুটি বৃদ্ধি এবং বোনাসের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুলিশকর্মীসহ সিভিক ভলান্টিয়র, হোমগার্ড, গ্রামীণ পুলিশ, সিভিল ডিফেন্স ভলান্টিয়র, আশাকর্মী এবং অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের বেতন বৃদ্ধি ও বোনাসের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী এই সমস্ত কর্মীদের ২ হাজার টাকা করে পুজোর বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন। এই সমস্ত কর্মীরা ৬০ বছর বয়সে অবসর নেওয়ার সময় তিন লক্ষ টাকা করে অবসর ভাতা পাবেন বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়রদের বেতন বৃদ্ধিরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন দৈনিক ৪৮০ টাকা করে বেতন পাওয়া হোমগার্ডরা এবার থেকে দৈনিক ৫৪৮ টাকা বেতন পাবেন। ফলে মাসে তাদের বেতন বাড়ল ২০৪০ টাকা। একই রকম বেতন বেড়েছে সিভিল ডিফেন্স ভলান্টিয়রদেরও। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম পশ্চিম মেদিনীপুরের ২৪টি ব্লকের ৫৫০০ জুনিয়র কনস্টেবলের পদোন্নতির খবরও এদিন জানালেন মুখ্যমন্ত্রী। এদিন দূর্গা পুজো নিয়ে বিতর্ক প্রসঙ্গে কড়া মনোভাব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপির নাম না করে বলেন, ‘একটি রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে দুর্গা পুজো নিয়ে।’ এখনও পুজো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে পুলিশ বা পুজো উদ্যোক্তাদের কোনও বৈঠক বা আলোচনাই হয়নি বলে জানিয়ে বিরোধীদের উদ্দেশ্যে মমতার কড়া বার্তা, ‘প্রমাণ করুন যে পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে এবার কোনও দুর্গা পুজো হবে না, আমি জনসমক্ষে ১০১ বার উঠবোস করব।’