বঙ্গ সাহিত্য জগতে ইন্দ্র পতন,প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

0
1057

ডেটলাইন কলকাতাঃ বড় দিনের আনন্দের মধ্যেই এল দুঃসংবাদ। ঘটে গেল বাংলা সাহিত্য জগতে ইন্দ্র পতন। চলে গেলেন বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ দুপুর ১২টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্য জনিত অসুস্থতাতে ভূগছিলেন তিনি। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯৭৪ সালে তাঁর ‘উলঙ্গ রাজা’ কাব‍্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ‘আনন্দমেলা’ পত্রিকার প্রথম সম্পাদক তিনিই ছিলেন। বাংলা আকাদেমির সভাপতিও ছিলেন তিনি। নীরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই ছড়া লিখতেন। ১৯৫৪ সালে মাত্র ৩০ বছর বয়সে তাঁর প্রথম কবিতার বই ‘নীল নির্জন’ প্রকাশ পায়। তার পর একে একে প্রকাশ পায় ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’… সহ প্রচুর কবিতার বই। ১৯৯০-এ বিশ্ব কবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর লেখা কবিতা ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…’ এবং ‘রাজা তোর কাপড় কোথায়…’ এর মতো কিছু কবিতার লাইন তো বাঙালির কাছে প্রায় প্রবাদেবাক্যে পরিণত হয়েছে। নীরেন্দ্রনাথ ১৯২৪ সালের ১৯ অক্টোবর অধূনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহন করেন। প্রাথমিক পড়াশোনা সেখানকার পাঠশালায়। পরে ১৯৩০ সালে তিনি কলকাতায় আসেন। তিনি শুধু কবিই ছিলেন না, একইসঙ্গে তিনি ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা-গল্পকার, শিশুসাহিত্যিক, ভ্রমণ-কাহিনির লেখকও। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য জগতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here