ডেটলাইন কলকাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভা শেষ পর্যন্ত বাতিল হল। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা বাতিল সম্পর্কে তিনি জানান,কেন্দ্র এখন চাইছে না আমরা ব্রিগেডে সভা করি। এরাজ্যে অমিত শাহের এখন পাঁচটা সভা আছে। প্রধানমন্ত্রীর ২ থেকে ৩টে সভা আছে। এত চাপ নিয়ে আর এত কম সময়ের মধ্যে সভা কতটা সফল হবে তা নিয়ে সংশয় আছে। আগে থেকে এতগুলো সভার পরিকল্পনা আমাদের ছিল না। তাই ব্রিগেডের সভা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার কথা ছিল। ব্রিগেডের পরিবর্তে ঐদিনই আসানসোলে সভা করবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিকে আগামীকাল মালদায় সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারী সিউড়িতে একটি সভা করবেন অমিত শাহ বলে জানা গেছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...