আমফান বিধ্বস্ত বাংলাকে ১ হাজার কোটি টাকা কেন্দ্রের

0
695

ডেটলাইন কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে বেলা ১১টা নাগাদ আমফান বিধ্বস্ত বঙ্গ পরিদর্শণে এলেন প্রধানমন্ত্রী। আমফানের বিপর্যয় পরিস্থিতি দেখতে আকাশপথে বসিরহাটে এসে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর, মুখ্যসচিব রাজীব সিনহা প্রমুখ। ‌হেলিকপ্টারে করে আমফান বিধ্বস্ত বাংলার এলাকাগুলি পরিদর্শন করলেন তিনি। বসিরহাট কলেজের পেছনে তৈরি হয়েছিল হেলিপ্যাড। সেখানেই বায়ু সেনার চপারে করে বেলা বারোটা দশ নাগাদ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নামেন। বসিরহাট কলেজের ঘরে তাঁরা বৈঠক করেন। সামাজিক দূরত্ব মেনেই সমস্ত কর্মসূচী সম্পন্ন হয়। বিধ্বস্ত বাংলাকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মোদি। এক হাজার কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জানালেন, এই কঠিন সময়ে তিনি বাংলার পাশে আছেন। বাংলাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টায় তিনিও কাঁধে কাঁধ মেলাবেন। এছাড়া তিনি ঘোষণা করলেন মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী তহবিল থেকে দু’‌লক্ষ টাকা করে দান করবেন। একইসঙ্গে আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here