ডেটলাইন নিউজ ডেস্কঃ আজই রাজ্য সরকার ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ মঙ্গলবার মধ্যরাত অর্থাত্ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন । দেশ জুড়ে ২১ দিনের লক ডাউনের ঘোষণায় এই রাজ্যও এখন থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউনের আওতায় চলে এলো। মোদী বলেছেন, করোনা নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। প্রধানমন্ত্রী বলেছেন,মানুষ বাঁচলে সব থাকবে। তিনি আরও বলেছেন,২১ দিন ঘর বন্দি না থাকলে আমরা ২১ বছর পিছিয়ে যাব। লক ডাউনের আওতা থেকে মেডিকেল সহ কিছু জরুরী পরিষেবা বাইরে রাখা হয়েছে।