বীরভূম, ২৪ মেঃ বিশ্বভারতী সমাবর্তনে এবার চাঁদের হাট। একদিকে দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী আচার্য নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। তার জন্য ইতিমধ্যেই সেজে উঠছে শান্তিনিকেতন। নতুন করে রঙ হয়েছে ঐতিহ্যবাহী উদয়ন বাড়ি। ঐ বাড়িতেই আচার্য থাকার ঘর প্রস্তুত হয়েছে। সেখানেই অপর একটি ঘরে থাকার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীও।
আগামী ২৫ মে প্রথম শান্তিনিকেতনে প্রথম আসছেন আচার্য তথা প্রধানমন্ত্রী। বিশ্বভারতীর সমাবর্তন উৎসবের আয়োজন নিয়ে এখন সাজো সাজো রব উঠেছে। বিশ্বভারতী সূত্রে জানা গেছে, ঐ দিন সমাবর্তন মঞ্চে যাবার আগে আচার্য তথা প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নেমে সোজা আসবেন উত্তরায়নে। সেখানে কবির বসত বাটি উদয়ন বাড়িতে কবি কক্ষে পুস্পার্ঘ নিবেদন করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কবি কক্ষে শ্রদ্ধা জানাবেন। ঐ বাড়িতেই আচার্য কক্ষে কিছুক্ষন বিশ্রাম নিতে আচার্য রওনা দেবেন সমাবর্তন মঞ্চের দিকে। জানা গেছে বেলা ১০টা নাগাদ ঐতিহ্য প্রাঙ্গন আম্রকুঞ্জে জহর বেদী সমাবর্তনে আনুষ্ঠানিক সূচনা করবেন আচার্য।
সূত্রের খবর, ঐ মঞ্চে আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী যিনি পদাধিকার বলে বিশ্বভারতীর প্রধান, এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের এক বরিষ্ঠ সন্ন্যাসী অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই সমাবর্তন মঞ্চ জহর বেদীতে উঠার যে পথ সেই পথ বিশ্বভারতী শিল্পীরা আলপনা দিয়ে সাজিয়ে তুলেছেন। এদিকে কবির উদয়ন বাড়ি নতুন করে রঙ করা হয়েছে। কবির আর ও একটি মাটির বসত বাটি শ্যামলী গৃহও সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে সমাবর্তনে আগেই। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে কর্মীরা হাজির হয়ে গিয়েছেন। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে