ডেটলাইন কলকাতাঃ লোকাল ট্রেন বাদ দিয়ে একের পর এক ক্ষেত্রে করোনা বিধি শিথিল করছে রাজ্য সরকার। নবান্ন থেকে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী ৫০ শতাংশ দর্শক নিয়ে এবার থেকে মিউজিয়াম এবং বিনোদনমূলক পার্ক খোলা যাবে। একই সঙ্গে করোনা বিধি মেনে তথ্য এবং তথ্য প্রযুক্তির সংস্থায় ১০০ শতাংশ হাজিরা নিয়ে কাজ করা যাবে। পাশাপাশি উৎপাদন শিল্পের ক্ষেত্রেও ১০০ শতাংশ হাজিরা-সহ কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে নবান্ন। আজ মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের আগেই কোভিড বিধিনিষেধ অনেকটাই শিথিল করল রাজ্য সরকার। সম্পূর্ণভাবে বিধিনিষেধ না তুলে দিলেও কোভিডবিধির সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ১৬ অগস্ট অর্থাৎ সোমবার থেকে গোটা রাজ্যে পানশালা, রেস্তোরাঁ, দোকান খোলা থাকছে রাত ৮টার বদলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। নাইট কার্ফুর সময়সীমা রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছিল। এখন করা হয়েছে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত। আগামী ৩১ অগস্ট পর্যন্ত করোনা সংক্রান্ত এই বিধিনিষেধ রাজ্যে কার্যকর থাকবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














