বর্ধমানে শুরু হল মনোনয়নপত্র জমা

0
845

ডেটলাইন বর্ধমানঃ অবশেষে সপ্তদশ লোকসভা নির্বাচনের জন্য বর্ধমান জেলায় শুরু হল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এই উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে আদালত চত্বরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভিও। দপ্তরের প্রবেশ পথের দুদিকে করা হয়েছে ব্যারিকেড। প্রথম দিনই মনোনয়নপত্র পেশ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থী সুচেতা কুন্ডু। তিনি জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন,তার লোকসভা কেন্দ্রের মধ্যে ৫টি বিধানসভা পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। এখানকার চাষীদের অবস্থা খুবই খারাপ। সেচের জলের অভাব। সময়মতো বিদ্যুৎ মেলে না। ফসলের দাম না পেয়ে আত্মঘাতী হচ্ছে অনেক চাষী। আমাদের প্রচারে সেকথা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে দুর্গাপুর এলাকায় প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব। কলকারখানা বন্ধ। তাই প্রচারে সেকথাও আমরা তুলে ধরছি। এদিন সুচেতা কুন্ডুর সঙ্গেই মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নির্মল মাঝিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here