ডেটলাইন বর্ধমানঃ ২ এপ্রিল থেকে মনোনয়ন পেশ শুরু হওয়ার পর আজই মনে হল এবার ভোট চলে এসেছে। এদিন বর্ধমান জেলা শাসক ভবন চত্বর সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল,সঙ্গে ব্যান্ড,তাসা, আদিবাসী নৃত্যের তালে জমজমাট হয়ে ওঠে। সেই সঙ্গে গোটা এলাকায় জুড়ে পুলিশের ব্যারিকেডসহ কড়া নিরাপত্তা। শুক্রবার একাধিক কেন্দ্রের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেন। বিশেষ উদ্দাম দেখা গেল বিজেপি কর্মীদের মধ্যে। এদিন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসকে সঙ্গে নিয়ে বর্ধমান স্টেশন থেকে বাজনা বাজিয়ে বিজেপি কর্মী সমর্থকরা কার্জনগেট পর্যন্ত পৌছায়। সেখানে মিছিল আটকে দেওয়া হলেও কর্মীরা ব্যান্ডের তালে তালে উদ্দাম নাচে মেতে ওঠে। অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর কাছে মনোনয়ন দাখিল করেন বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডলও এদিন মনোনয়ন জমা দিলেন। টাউন হল থেকে মিছিল করে তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল মনোনয়ন জমা দিতে যান। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা এবং এই কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরীও আজ মনোনয়ন তাদের মনোনয়ন জমা দিলেন। দু দলের কর্মী সমর্থকদেরই দেখা গেল মিছিল করে আসতে। ছিল আদিবাসী নাচও। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র দাসও এদিন মনোনয়ন জমা দিলেন। সিপিএমের জেলা পার্টি অফিস থেকে মিছিল করে তিনি কার্জনগেট চত্বর পর্যন্ত যান। তারপর অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর কাছে তার মনোনয়ন জমা দেন। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরি, রানিগঞ্জের বিধায়ক রুনু দত্ত এবং জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান।