ডেট লাইন কলকাতা: চলতি সেপ্টেম্বর মাসে মোট তিন দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়ে ছিল। এর মধ্যে ৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ লক ডাউন হয়েছে। কিন্তু ১২ তারিখের লক ডাউন আর হচ্ছে না। এদিন এক টুইট বার্তায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা আছে। সারা রাজ্যের ৩৭ হাজার ছাত্র ছাত্রী ওই পরীক্ষায় বসছে। তাই তাদের যাতায়াতের সুবিধার্থে ১২ তারিখের লক ডাউন প্রত্যাহার করা হল। তবে ১১ সেপ্টেম্বর লক ডাউন হচ্ছে।