ডেটলাইন কলকাতাঃ প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আমলের শিল্প ও বানিজ্যমন্ত্রী তথা সিপিআই(এম)র পলিট ব্যুরো সদস্য নিরুপম সেন। ১৯৪৬ সালের ৮ অক্টোবর বর্ধমানের কাশিয়াড়ায় তাঁর জন্ম। পিতা ভুজঙ্গভূষণ সেন স্কুলশিক্ষক ছিলেন। ১৯৬৬ সালে বর্ধমান রাজ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। ১৯৬৮ সালে সিপিএমের বর্ধমান জেলা কমিটির সদস্য হন। ১৯৭৮ সালে জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হন তিনি। ১৯৮৯ সালে বর্ধমান জেলা কমিটির সম্পাদক হন। ১৯৮৫ সালে দলের রাজ্য কমিটির সদস্য হন। প্রথম জীবনে শিক্ষকতার কাজ করেন তিনি। ১৯৮৭ সালে বর্ধমান শহর কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ী হন। ২০০১ সালে নিরুপম সেন ফের বর্ধমান (দক্ষিণ) বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। বামফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৬ সালেও তিনি ওই কেন্দ্র থেকেই পুনর্নির্বাচিত হন। এবারও তিনি শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হন। পরবর্তীকালে তিনি এর সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্য থাকা নিরুপম সেনের উপরই ‘কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যত’ নীতির রূপায়ণের দায়িত্ব ছিল। সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা ও নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরিতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত বামেদের শিল্পনীতি সফল হয়নি। বরং সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমি আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হয় বামেরা। টুইট করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাই।’ সিপিএম সূত্রে জানা গেছে,সোমবার তাঁর মরদেহ কলকাতার পিস হাভেনে শায়িত থাকবে। প্রয়াত শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিরুপম সেনের শেষকৃত্য বুধবার বর্ধমানের নির্মলঝিলে সম্পন্ন হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...