ডেটলাইন দুর্গাপুরঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২ তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে গোটা দেশে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান দেশবাসী।
স্কুল,কলেজের পড়ুয়ারা থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দেশনায়কের স্মৃতিচারণার মাধ্যমে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। শহর দুর্গাপুরেও বিভিন্ন সংস্থা দিনটি মর্যাদার সঙ্গেই পালন করে। দুর্গাপুর স্টেশন সংলগ্ন “আলাপ” ক্লাবের পক্ষ থেকেও নেতাজী জয়ন্তী উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে তারা আয়োজন করেছিল আকর্ষণীয় এক ম্যারাথন প্রতিযোগিতার।
এলাকার ছাত্রছাত্রীসহ সাধারনভাবে অনেকেই এই প্রতিযোগিতায় অংশ নেয়। সব মিলিয়ে প্রায় দুশো জন এই ম্যারাথনে অংশ নিয়েছেন জানিয়ে আলাপ ক্লাবের সম্পাদক সৌরভ আইচ জানান, এই দিনই তাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এবার তাদের ক্লাব ৩৫ বছরে পড়ল। তাই প্রতি বছর এই দিনটি একইসঙ্গে ক্লাব সদস্যদের কাছেও রীতিমতো আনন্দের ও উৎসবের। তিনি জানান, ম্যারাথন ছাড়াও গত ২০ তারিখ তারা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করেছিল।
সেখানে ১৮৮ জন অংশ নেন। এদিন ম্যারাথনের সফলদের সঙ্গে আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদেরও বিশেষ শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুচিপাড়ার ট্রাফিক ওসি হরিশঙ্কর যাদব সহ অন্যান্য অতিথিরা।