ডেটলাইন আসানসোলঃ নির্বাচনী সফরে বাংলায় এসে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের সমর্থনে এদিন এখানকার পোলো গ্রাউন্ডে সভা করতে এসে শুরু থেকেই দিদি ও তার সরকারের নীতি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, পরিবর্তনের ঝড় উঠেছে বাংলায়৷ কাউকে আক্রমণ করে, কুৎসা করে কোনো লাভ নেই৷ পরিবর্তনকে রোখা যাবে না৷ তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ফের মোদি সরকার আসবে৷ ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে আর কোনও অন্যায় হতে দেবেন না৷ রাজ্যবাসীর সমর্থন প্রার্থনা করে তিনি বললেন, এটাই আগামী সরকারের প্রতিশ্রুতি৷ তিনি বিরোধী জোটকে কটাক্ষ করে বলেন এটা ‘ভেজাল জোট’ । তাঁর দাবি, স্পিডব্রেকার মমতাকে এবার ধাক্কা দেবেন জনতার বিপুল ভোট৷ ‘দিদি বলছেন, তাঁর উন্নয়ন মডেল হওয়া উচিত৷ মডেলটা কী? মডেল তো তোলাবাজি, দুর্নীতির উপর দাঁড় করানো বলেও তিনি তীব্র কটাক্ষ করেন। তিনি আরও বলেন, দুর্নীতি হোক বা অপরাধ, দুটিই তৃণমূলের আমলে চলছে। তিনি এই সভাতেও উন্নয়নের প্রশ্নে মমতাকে স্পিডব্রেকার বলে কটাক্ষ করেন।