ডেটলাইন দুর্গাপুরঃ গত বছরই আসানসোল পুলিশ লাইনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াতে ‘নমন’ প্রকল্প চালু করেছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শহর এবং গ্রামীণ এলাকায় একা থাকা অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়মিত খোঁজ রাখা থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়। এমনকি একা থাকা প্রবীণদের জন্য বাজার করে দেওয়ারও ব্যবস্থা করা হয়। এবার দুর্গাপুরে অসহায় প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাদের চিকিৎসার জন্য চালু করা হল ‘নমন এল্ডার কেয়ার’ নামে আরও একটি প্রকল্প। শহরের বেশ কিছু এলাকায় এমন অনেক প্রবীন মানুষ আছেন যাদের ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকেন। তাদের সেভাবে দেখভালের কেউ নেই। তাই তাদের কথা ভেবেই এদিন দুর্গাপুরের মিশন হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই বিশেষ প্রকল্পের সূচনা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারদেবেন্দ্র প্রকাশ সিং। উক্ত হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে কমিশনারেটের অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে ছিলেন মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা.সত্যজিত বোস।
পুলিশের পক্ষে একজন নোডাল অফিসার থাকবেন যার নেতৃত্বে কমিশনারেট এলাকায় থাকা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের চিহ্নিত কর একটি তালিকা তৈরী করা হবে। তাদের যাবতীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করানোর দায়িত্ব পুলিশের। বাড়ি থেকে তাদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া ও আসার পুরো বিষয়টি দেখবে পুলিশ। প্রাথমিকভাবে তাদের এই চিকিৎসা করা হবে মিশন হাসপাতালে। জানা গেছে, প্রবীণদের চিকিৎসার ব্যাপারে দেখভাল করবেন ডা.পার্থ পাল ও ডা.দেবাশীষ ঘোষের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল। পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং বলেছেন, সমাজের প্রবীণদের সুস্বাস্থ্য ও তাদের নিরাপত্তার দিকে আসানসোল দুর্গাপুর পুলিশ সর্বদাই নজর রেখে চলেছে। এটা পুলিশের সামাজিক দায়বদ্ধতা।