ডেটলাইন কলকাতাঃ এই মূহূর্তে এই রাজ্যে কোন নির্বাচন নেই। তবু রাজধানী কলকাতাসহ গোটা রাজ্যেই রবিবার নির্বাচনী একটা আবহাওয়া তৈরী হল বাঙালী তথা বাংলার অন্যতম গর্ব মোহনবাগান ক্লাবের পরিচালন কমিটির নির্বাচন ঘিরে। কারন বাংলার অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিও এই ক্লাবের সঙ্গে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে যুক্ত। আর সেই সঙ্গে রাজ্য ও রাজ্যের বাইরে এমনকি বিদেশেও ছড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মোহনবাগান সমর্থক। ফলে রবিবার মোহনবাগান তাঁবুতে নির্বাচনপর্ব অনুষ্ঠিত হলেও তার তাপউত্তাপ ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাজুড়েই। সকাল থেকেই ক্লাব তাঁবুতে উপস্থিত হয়েছিলেন ভোটারসহ ক্লাবের শীর্ষ কর্তারা। মোট ১৮টি ভোটগ্রহন কেন্দ্র ছিল। ভোটদাতার সংখ্যা ৮ হাজারের বেশি হলেও অনেক সদস্যই ভোট দিতে আসেননি। বিকেল পাঁচটায় ভোটগ্রহনের সময়সীমা থাকলেও তারপরও ভোট দেন অনেকেই। তবে ফলাফল জানতে গভীর রাত হবে বলে জানা গেছে। প্রসঙ্গত ক্লাবের দুই প্রবীন কর্তা টুটু বসু ও অঞ্জন মিত্র গোষ্ঠীর মধ্যে সম্প্রতি বিস্তর ঝামেলা এমনকি দু পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছিল। সমঝোতার চেষ্টা করেও তা ব্যর্থ হলে শেষ পর্যন্ত নির্বাচনের পথেই যায় ক্লাব। শাসক গোষ্ঠীর প্যানেলের নেতা অঞ্জন মিত্র সচিব পদে মনোনয়ন দিলেও পরে নাম প্রত্যাহার করে নেন। ফলে টুটু বসুর সচিব পদে কোন নির্বাচন হয়নি। এখন দেখার তার প্যানেল এই নির্বাচনে জিততে পারে কিনা। এদিন ভোট দিতে আসা রাজ্যের মন্ত্রী অরুপ রায় থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়েকজন প্রাক্তন খেলোয়াড় সবাই আশা প্রকাশ করেছেন যে মোহনবাগানের মতো এক ঐতিহাসিক ক্লাব যেন কোনভাবেই রাজনীতির শিকার না হয়।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...