ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জিতল ভারত। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৮ ওভারে ১৫৭ রানেই শেষ হয় তাদের ইনিংস। তাদের সর্বোচ্চ রান করেন অধিনায়ক উইলিয়ামসন(৬৪)। ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং ১৯ রানে ৩টি উইকেট নেন সামি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলের ৪১ রানের মাথায় আউট হন রোহিত শর্মা (১১)। এরপর হাল ধরেন ধাওয়ান ও কোহলি। শিখর ধাওয়ান ৭৫ রানের (অপরাজিত) গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন। তাকে যোগ্য সহায়তা করেন বিরাট কোহলি। তিনি ৪৫ করে আউট হন। ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। রায়ডু (১৩ অপরাজিত)কে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন শিখর ধাওয়ান। এই ম্যাচে ৬ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট পান বাংলার পেসার মহম্মদ সামি। সেই সঙ্গেই তৈরি হয় নয়া নজির। একদিনের ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার সঙ্গে ৫৬ টি ম্যাচে ১০০টি উইকেট পূর্ণ করলেন তিনি। এর আগে ইরফান পাঠান ৫৯টি ম্যাচে, জাহির খান ৬৫টি ম্যাচে এবং অজিত আগারকার ৬৭টি ম্যাচে ১০০টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, শিখর ধাওয়ানও একটি রেকর্ড স্পর্শ করেছেন। দ্রুততম পাঁচ হাজার রানের ক্ষেত্রে তিনি ব্রায়ান লারার সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করলেন। একদিনের পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১ -০ তে এগিয়ে রইল।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...