ডেটলাইন কলকাতাঃ মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও বাংলার মাটিতে একই দিনে নির্বাচনী জনসভা করছেন এবারের নির্বাচনে যুযুধান দুই নেতানেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফের উত্তরবঙ্গে প্রচারযুদ্ধে নামছেন দুজনেই। গত বুধবার মোদি শিলিগুড়ি ও তারপর কলকাতার ব্রিগেডে জনসভা করেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীকে ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। কয়েক ঘণ্টার মধ্যেই কোচবিহারের দিনহাটার সভা থেকে তার জবাবও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মোদির ‘স্পিড ব্রেকার’ বলে আক্রমনের অনেক আগেই মোদিকে ‘এক্সপায়ারিবাবু’ বলে কটাক্ষ করেছেন মমতা। মোদি ও মমতার এই বাকযুদ্ধ এবারের নির্বাচনকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। তারপর চারদিনের মাথায় ফের উত্তরবঙ্গে একই দিনে সভা করছেন মোদি ও মমতা। জানা গেছে, আগামীকাল অর্থাৎ রবিবার কোচবিহার রাসমেলার ময়দানে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী সভা করবেন। অন্যদিকে একই দিনে ময়নাগুড়ির চূড়াভান্ডারে মুখ্যমন্ত্রী দুপুর ১টায় সভা করবেন। সেদিন ফালাকাটাতেও মুখ্যমন্ত্রীর একটি সভা রয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারির ৮ তারিখে চূড়াভান্ডারের মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ব্যাপক জনসমাগম হয়েছিল সেই সভায়। প্রধানমন্ত্রীর সেই সভার ঠিক দু’মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীও রবিবার সেখানে পাল্টা সভা করছেন। স্বাভাবিকভাবেই সেই চূড়াভান্ডার থেকে মুখ্যমন্ত্রী জবাবি ভাষণে কি বলেন তা নিয়ে ক্রমশ বাড়ছে কৌতুহল।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...