মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবে জুন মাসে

0
644

ডেটলাইন কলকাতাঃ কোভিড এর জন্য চলতি বছরে উচ্চ মাধ্যমিক মাঝ পথেই বন্ধ হয়ে গেলেও তার আগে মাধ্যমিক পরীক্ষা শেষ করা হয়েছিল নির্বিঘ্নেই। করোনা সংক্রমনের জন্য এখনও এই রাজ্যের স্কুল কলেজ বন্ধ। কবে খুলবে তার ঠিক নেই। শিক্ষামন্ত্রী এবিষয়ে তেমন কোন আশ্বাস দিতে পারেননি। তবে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জানিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারি-মার্চ মাসের বদলে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। তিনি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন থেকে। চলবে ১০ জুন পর্যন্ত। তারপরই  উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও এবছর স্কুলের মুখ না দেখলেও অনলাইন ক্লাসের মাধ্যমে তারা পঠনপাঠন চালিয়ে যাচ্ছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষার একটি সম্ভাব্য সূচিও ঘোষনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ১ জুন,  মঙ্গলবার- প্রথম ভাষা,২ জুন, বুধবার- দ্বিতীয় ভাষা, ৪ জুন, শুক্রবার- ইতিহাস, ৫ জুন,  শনিবার- ভূগোল, ৭ জুন, সোমবার- অঙ্ক, ৮ জুন, মঙ্গলবার- ভৌত বিজ্ঞান, ৯ জুন, বুধবার- জীবন বিজ্ঞান, ১০ জুন, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা গ্রহন হবে। অবশেষে পরীক্ষার সময়সূচি ঘোষিত হওয়ায় ছাত্রছাত্রীদের পক্ষেও এবার ঠিকঠাক প্রস্তুতি নিতে সুবিধা হবে বলেই মনে করছেন অভিভাবক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here