বাংলার পর প্রশ্ন ফাঁস ইংরেজিতেও,ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

0
1115

ডেটলাইন কোলকাতাঃ আজ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ফাঁস হয়ে যায় ইংরেজি প্রশ্নপত্র।  পর পর এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে চরম বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। সেইমতো, দফায় দফায় বৈঠক চলে শিক্ষামন্ত্রীর সঙ্গে পর্ষদ সভাপতির। গতকাল মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ ওঠে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে পরীক্ষার প্রশ্ন মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে আসে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালে সমস্ত স্কুলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশে যে কোন কাজ হল না তা আবার প্রমাণিত হল এদিন ইংরেজির প্রশ্ন ফাঁস হওয়ায়।

যেভাবে ইংরেজি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্রগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তাতে স্পষ্টতই শিক্ষামহলের উদ্বেগ বাড়ছে। এবিষয়ে সাংবাদিক বৈঠক করেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের ছবি আসে। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে একারণে পরীক্ষা বাতিল হবে না। কীভাবে এবং কেন প্রশ্নপত্র এভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে সে বিষয়ে পর্ষদ সভাপতির কাছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কৈফিয়ত চেয়েছেন বলে জানা গেছে। ঘটনায় বিরক্ত শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার থেকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকলে সেই ছাত্রছাত্রীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। ফলে এবার মাধ্যমিকে আরও কড়াকড়ির ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here