ডেটলাইন দুর্গাপুরঃ বাম শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধে ১২ দিনের লঙ মার্চের সূচনা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জন থেকে। প্রায় ২৮৩ কিলো মিটার রাস্তা পায়ে হেঁটে সদস্যরা ১১ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে। চিত্তরঞ্জন থেকে শুরু হওয়া সেই লং মার্চ চতুর্থ দিনে খনি এলাকা পার করে দুর্গাপুরে আসে। দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট এলাকায় ডিএসপি, এএসপি’র প্রচুর শ্রমিক লঙ মার্চে যোগ দেন। সেখান থেকে বেনাচিতি হয়ে ইস্পাতনগরী। তারপর জাতীয় সড়ক ধরে শিল্পের জন্য শিল্প খ্যাত ডিপিএল।
এদিন দুর্গাপুর স্টেশন এলাকায় লং মার্চের সভায় দেখা যায় দুর্গাপুরের একাধিক সিটু নেতাকে। ছিলেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী, প্রাক্তন মেয়র রথীন রায়,পঙ্কজ রায় সরকার,বিধায়ক সন্তোষ দেবরায় ,প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী, এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ বোস প্রমূখ। এছাড়া আইএন টিইউসি’র জেলা সভাপতি বিকাশ ঘটক, স্বপন ব্যানার্জী,উমাপদ দাস, তরুণ রায় প্রমুখ। দুর্গাপুর স্টেশন এলাকা পরিক্রমার পর মুচিপাড়া হয়ে জাতীয় সড়কের দিকে এগিয়ে যায় লং মার্চের মিছিল। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে এই লং মার্চ। সব মিলিয়েই লঙ মার্চে স্লোগান উঠেছে কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো। কাজ চাই, কম খরচে শিক্ষা চাই। চাই নতুন শিল্প।