আসানসোলে মুনমুন,প্রার্থী নুসরত ও মিমি

0
801

ডেটলাইন কলকাতাঃ  লোকসভা নির্বাচনের দিন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই দলের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ কালীঘাটে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি।

এবারের প্রার্থী তালিকায় বড় চমক হলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। মিমি লড়বেন যাদবপুর কেন্দ্রে আর বসিরহাটে লড়বেন নুসরত জাহান।

আরও একটি চমক হল, মুনমুন সেনকে বাঁকুড়া থেকে সরিয়ে আসানসোল আসনে প্রার্থী করা হয়েছে। এছাড়া তারকাদের মধ্যে শতাব্দী রায় ও দেব যথারীতি এবারও প্রার্থী তালিকায় রয়েছেন।

অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর আসনে একাধিক নাম শোনা গেলেও শেষ পর্যন্ত গতবারের সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডা. মমতাজ সংঘমিত্রার উপরই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো। তাই আরও একবার তিনিই লড়বেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে।

এবার দেখে নেওয়া যাক গতবারে সাংসদ ছিলেন অথচ এবার আর ভোটে লড়ছেন না, তারা হলেন সুগত বসু (যাদবপুর),সন্ধ্যা রায় (মেদিনীপুরের),উমা সরেন (ঝাড়গ্রাম),ইদ্রিশ আলি (বসিরহাট) ও সুব্রত বক্সি ( দক্ষিণ কলকাতা )।

৪২ প্রার্থীর তালিকাঃ

কোচবিহার: পরেশ চন্দ্র অধিকারী

আলিপুরদুয়ার: দশরথ তিরকে

জলপাইগুড়ি: বিজয় বর্মণ

দার্জিলিং: অমর সিং রাই (গোর্খা জনমুক্তি মোর্চা)

রায়গঞ্জ: কানাইয়ালাল আগরওয়াল

বালুরঘাট: অর্পিতা ঘোষ

মালদা উত্তর: মৌসম নূর

মালদা দক্ষিণ: ড: মোয়াজ্জেম হোসেন

জঙ্গিপুর: খলিলুর রহমান

বহরমপুর: অপূর্ব সরকার

মুর্শিদাবাদ: আবু তাহের

কৃষ্ণনগর: মহুয়া মৈত্র

রানাঘাট: রূপালি বিশ্বাস

বনগাঁ: মমতাবালা ঠাকুর

বারাকপুর: দীনেশ ত্রিবেদী

দমদম: সৌগত রায়

বারাসত: কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট: নুসরত জাহান

জয়নগর: প্রতিমা মণ্ডল

মথুরাপুর: চৌধুরি মোহন জাটুয়া

ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর: মিমি চক্রবর্তী

কলকাতা দক্ষিণ: মালা রায়

কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়

হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া: সাজদা আহমেদ

শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি: রত্না দে নাগ

আরামবাগ: অপরূপা পোদ্দার

তমলুক: দিব্যেন্দু অধিকারী

কাঁথি: শিশির অধিকারী

ঘাটাল: দীপক অধিকারী (দেব)

ঝাড়গ্রাম: বীরবাহা সোরেন

মেদিনীপুর: মানস ভুঁইয়া

পুরুলিয়া: ড: মৃগাঙ্ক মাহাতো

বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়

বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা

বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল

বর্ধমান– দুর্গাপুর: ডা.সংঘমিত্রা মমতাজ

আসানসোল: মুনমুন সেন

বোলপুর: অসিত মাল

বীরভূম: শতাব্দী রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here