কাল রাজ্যে প্রথম দফার ভোট হচ্ছে কোচবিহার ও আলিপুরদুয়ারে

0
933

ডেটলাইন নিউজ ডেস্কঃ সারা দেশের সঙ্গে এবারই প্রথম এরাজ্যেও সাত দফায় ভোটগ্রহন হচ্ছে। আগামীকালই শুরু হচ্ছে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফায় ২০টি রাজ্যের ৯১টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে শুধু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যথাক্রমে ২৫টি ও ১৭টি আসনে ভোট নেওয়া হবে। বাকি ১৮টি রাজ্যের কয়েকটিতে একটি করেই আসন। কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার-সহ অনেক রাজ্যেই দু-চারটি করে আসনে ভোট নেওয়া হবে প্রথম দফায়। এরাজ্যে ভোট হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। কোচবিহার লোকসভা নির্বাচনে এবার বিশেষ  নজর রয়েছে নির্বাচন কমিশনের। এই আসনে কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন। ইতিমধ্যে কোচবিহারে ভোট খতিয়ে দেখতে স্পেশাল অবজার্ভার বিবেক দুবেকে ময়দানে  নামিয়ে দিয়েছে কমিশন। প্রথম দফার ভোটেই দেখা হবে রাজ্যের পুলিশবাহিনী এবং প্রশাসন ভোটে কতটা নিরপেক্ষ ভূমিকা নেয়। তা দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। এবার বুথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও শুধুই জেলা প্রশাসন ও ভোটকর্মীদের উপর চাপায়নি কমিশন। দিল্লি থেকে কমিশনের পদস্থ কর্তারা সব ধরনের পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছেন। সেখানে সাধারণ পর্যবেক্ষকদের ছ’টি বিষয় আলোকপাত করতে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, প্রতি ভোটারের হাতে কমিশনের ভোটার স্লিপ তুলে দেওয়া। কমিশন চাইছে এই ব্যাপারে একজনকেও যেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে না হয়। এ বারই প্রথম সব বুথে ইভিএম-এ ভিভিপ্যাট থাকছে। এ নিয়ে সর্বশেষ রিপোর্ট দিতে হয়েছে সাধারণ পর্যবেক্ষককে।  প্রথম দফার ভোটে কোচবিহার-আলিপুরদুয়ার এই দুই জেলার সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে মোট বুথ রয়েছে ২০১০টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৬২২টি। এই ৬২২টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি বুথগুলিতে থাকবে সশস্ত্র রাজ্য পুলিশ।  আলিপুরদুয়ারে মোট বুথ সংখ্যা ১৮৩৫টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৫৪৪টি। এই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ১২৯০ বুথে থাকবে রাজ্যপুলিশ।  উল্লেখ্য, প্রথম দফার ভোটের জন্য মোট ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে উত্তরবঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here