ডেটলাইন কলকাতাঃ প্রয়াত হলেন বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুর পৌনে ২টো নাগাদ সল্টলেকে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম শিল্পী। এবছর আগস্ট মাস থেকেই ভুগছিলেন শিল্পী।একাধিক রোগে জর্জরিত হয়ে তিনি বিছানায় শয্যা নিয়েছিলেন। রক্তে অক্সিজেনের ওঠানামার ফলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছিলেন। সেখানে পাঁচজনের একটি মেডিক্যাল টিম চিকিৎসা করছিল তাঁর। চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু পরের মাসে ফের অবস্থার অবনতি হয়। ফুসফুসে তাঁর সমস্যা হচ্ছিল। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফের হাসপাতালে ভরতি হন তিনি। সম্প্রতি পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। ২০১১ সালে পেয়েছিলেন বঙ্গবিভূষণ সম্মানও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অগুন্তি গুণমুগ্ধ ভক্ত ও সঙ্গীতপ্রেমী। ১৯৪৪ সালে পেশাদার সঙ্গীতশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন দ্বিজেন। পরের বছর মেগাফোন রেকর্ড কোম্পানির তরফে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। ১৯৪৬ সালে তিনি আকাশবানীর শিল্পী হিসাবেও গান গাইতে শুরু করেন। মূলত রবীন্দ্রনাথের গানে দ্বিজেন মুখোপাধ্যায়ের অগাধ পাণ্ডিত্য তাঁকে শিল্পী থেকে সাধকের স্তরে উন্নিত করেছিল। রবীন্দ্রনাথের গানে তার জনপ্রিয়তার পাশাপাশি তিনি খ্যাতি পেয়েছিলেন আধুনিক গান কিম্বা প্লেব্যাকেও। সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর হাত ধরে মুম্বইয়ে একাধিক হিন্দি ছবির প্লেব্যাক করেছিলেন দ্বিজেন। তাঁর গাওয়া ‘শ্যামলও বরণী ওগো কন্যা’, ‘পল্লবীনি গো সঞ্চারীনি’ বাঙালির মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। এছাড়াও পঙ্কজকুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে তাঁর কণ্ঠে জাগো দুর্গা, এখনও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুভ সূচনা করে। প্রায় দেড় হাজার গান তিনি রেকর্ড করেন। তার মধ্যে প্রায় ৮০০ রবীন্দ্রসঙ্গীত। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি শোকস্তব্ধ। দ্বিজেনদা আর নেই। বাংলার সঙ্গীতজগতে ইন্দ্রপতন হল। দুঃখপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বজন হারানোর বেদনা অনুভব করছি।’ বাংলার বহু বিশিষ্ট গায়ক গায়িকারাও শোকবার্তা দিয়েছেন।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...