ডেটলাইন কলকাতাঃ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে চূড়ান্ত আসন সমঝোতার আগেই রাজ্যের ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। আজ দ্বিতীয় দফায় আরও ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এদিন কলকাতায় নিজেদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই তালিকা প্রকাশ করেন। বিমান বসু জানান, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ এই চার আসনে কোন প্রার্থী দেবে না তারা। উল্লেখ্য,২০১৪ সালের লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে চারটি আসনে জিতেছিল কংগ্রেস। এগুলি ছিল বহরমপুরে অধীর চৌধুরি, মালদা উত্তর মৌসম বেনজির নূর, মালদা দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী এবং জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়। তবে একইসঙ্গে বিমানবাবু জানিয়েছেন,পরে অবস্থা বুঝে এই আসনগুলিতেও প্রার্থী দিতে পারে তারা। এক নজরে আজকে প্রকাশিত বামদের ১৩ জনের প্রার্থী তালিকা।
দার্জিলিং: সমন পাঠক, আলিপুরদুয়ার: মিলি ওঁরাও, ঝাড়গ্রাম: দেবলীনা হেমব্রম, হাওড়া: সুমিত অধিকারী,কাঁথি: পরিতোষ পট্টনায়েক, তমলুক: শেখ ইব্রাহিম ,কৃষ্ণনগর: শান্তনু ঝা, আসানসোল: গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বোলপুর: রামচন্দ্র ডোম, শ্রীরামপুর: তীর্থঙ্কর রায়, বাঁকুড়া: অমিয় পাত্র, মথুরাপুর: শরৎ হালদার, কলকাতা উত্তর: কণীনিকা ঘোষ।