ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর নেবেন এমন খবর বহুদিন ধরেই ছড়িয়ে আছে। মহেন্দ্র সিংহ ধোনি এর আগে হঠাৎ করেই তিনি জানিয়ে দিয়েছিলেন, অধিনায়কত্ব ছাড়ছেন। ছাড়ার আগে কেউ টের পাননি তাই সকলের মনে একটি ভয় তিনি হঠাৎ না বলে বসেন তিনি অবসর নিচ্ছেন। ধোনি অবশ্য এখনও নিজে এনিয়ে কিছু বলেননি। কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর তার ট্যুইটারে হিন্দিতে ট্যুইট করে এম এস ধোনিকে অনুরোধ করেছেন এখনই অবসর যেন না নেন দেশে এখনও তাঁর মতো ক্রিকেটারকে প্রয়োজন। কিংবদন্তী গায়িকা লিখেছেন “নমস্কার এমএস ধোনি জি। আজ কল মে সুন রাহি হু কে আপ রিটার হনা চাহতে হে। ক্রিপায়া আপ আইসা মাত সচিয়ে। দেশ কো আপ কে খেল কি যারুরাত হে আউর য়ে মেরি ভি রিকুয়েস্ট হে কি রিটারমেন্ট কা বিচার ভি আপ মান মে মাত লায়িয়ে”। এছাড়াও লক্ষ লক্ষ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন মহেন্দ্র সিংহ ধোনি যেন অবসর না নেন সত্যিই দেশে এখনও তাঁর মতো ক্রিকেটারকে প্রয়োজন আছে।















